Mostafizur Firoz Mostafizur Firoz Author
Title: আগস্ট ২০১৫ মাসের আপডেট সাধারণ জ্ঞান
Author: Mostafizur Firoz
Rating 5 of 5 Des:
১. বাংলাদেশে উপজেলা কতটি? ২. আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় কবে? ৩. ভারতের প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেস কত সালে প্রতিষ্ঠা হয়? ৪. পাকিস্তান প...

১. বাংলাদেশে উপজেলা কতটি?
২. আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় কবে?
৩. ভারতের প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেস কত সালে প্রতিষ্ঠা হয়?
৪. পাকিস্তান পিপলস পার্টির প্রতিষ্ঠা কবে?
৫. পূর্ব পাকিস্তান মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় কবে?
৬. বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কবে প্রতিষ্ঠিত হয়?
৭. অর্থনৈতিক সমীক্ষা ২০১৫ অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় কত?
৮. গম ও ধান উৎপাদনে বিশ্বের শীর্ষ কোন দেশ?
৯. ১১তম সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ কোথায় হবে?
১০. মরিশাসের প্রথম নারী ও মুসলিম প্রেসিডেন্ট কে?
১১. বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) যাত্রা শুরু হয় কবে থেকে?
১২. সার্চ ইঞ্জিন গুগলের মূল প্রতিষ্ঠানের বর্তমান নাম কী?
১৩. গুগলের যাত্রা শুরু কবে থেকে?
১৪. মাইক্রোসফটের যাত্রা শুরু কবে?
১৫. বাংলাদেশের প্রথম উপজেলা নির্বাচন হয় কবে?
১৬. দ্বিতীয় বিশ্বযুদ্ধে আনুষ্ঠানিকভাবে শেষ হয়?
১৭. অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার শুরু হয় কবে থেকে?
১৮. বাংলাদেশে ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র আছে কতটি?
১৯. বাংলাদেশে প্রথম কৃষি শুমারি হয় কবে?
২০. ৫৭ জাতির ইসলামি সম্মেলন সংস্থা (ওআইসি) যাত্রা শুরু হয় কবে?


উত্তর
১. ৪৮৭ উপজেলা
২. ১৯৪৯ সালে
৩. ১৮৮৫ সালে
৪. ১৯৬৭ সালে
৫. ১৯০৬ সালে
৬. ১৯৭৮ সালে
৭. ১৩১৪ মার্কিন ডলার
৮. চীন
৯. ভারতের গোয়ায়; (২৫ ডিসেম্বর ২০১৫ থেকে ৩ জানুয়ারি ২০১৬)
১০. অধ্যাপক আমেনা গারিব ফাকিহ
১১. ১ জানুয়ারি, ১৯৯৫
১২. অ্যালফাবেট ইনকরপোরেটেড (আইএনসি)
১৩. ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর
১৪. ১৯৭৫ সালের ৪ এপ্রিল
১৫. ১৯৮৫ সালে
১৬. ২ সেপ্টেম্বর ১৯৪৫
১৭. ২০০৮ সালের অক্টোবরে
১৮. চারটি (ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রংপুর।)
১৯. ১৯৭৭ সালে
২০. ১৯৬৯ সালে

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

 
Top